বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে ২৯৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭
ঢাকা: দেশে খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৯২ কোটি ৮৬ লাখ টাকা। চলতি বছর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি মধ্যে বাস্তবায়ন করবে বিএডিসি।
প্রকল্পটির বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. মোঃ নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাকে কার্যকর ও আধুনিকীকরণের মাধ্যমে কৃষকদের নিকট যথাসময়ে বীজ বিতরণ সম্ভব হবে। ফলে অধিক পরিমাণে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পটির সফল বাস্তবায়ন সম্ভব হলে কৃষি উৎপাদন অত্যাবশ্যকীয় উৎপাদন হিসেবে উন্নতমানের বীজের নিরবচ্ছিন্ন যোগান নিশ্চিত করা সম্ভব হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নিরলস কাজ করে যাচ্ছে। অধিক ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ একটি মুখ্য উপকরণ। উন্নতমানের বীজ কৃষকদের নিকট সরবরাহ করার মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব। তাই চাষীদের উন্নতমানের বীজ সরবরাহ করার জন্য সরকারী খাতে বীজ উৎপাদন ও ব্যবস্থাপনা শক্তিশালী করা আবশ্যক। বিএডিসিসহ বিভিন্ন বেসরকারি বীজ কোম্পানী বীজ উৎপাদন করে কৃষকদের নিকট সরবরাহ করছে। এতে, ফসলের উৎপাদনশীলতা ক্রমান্বয়ে বাড়ছে এবং বাড়তি জনসংখ্যার খাদ্য যোগান দেওয়া সম্ভবপর হচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হচ্ছে- কৃষকদের চাহিদা মাফিক গুণগত মানসম্পন্ন বীজ ও চারা-কলম উৎপাদনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে কৃষকের জীবনমান উন্নয়ন করে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ এবং দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। সর্বোপরি প্রকল্পটি খাদ্য নিরাপত্তার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সারাবাংলা/জেজে/আরএস
বিএডিসি বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে প্রকল্প