২৮ ফেব্রুয়ারি বনানীতে ‘বগুড়া ফেস্ট’
স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
ঢাকা: রাজধানীর বনানীতে আগামী ২৮ ফেব্রুয়ারি ‘বগুড়া ফেস্ট-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ‘বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি’।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।
তারা জানান, ঢাকাস্থ বগুড়ার সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীদের নিয়ে গঠিত এই সংগঠন প্রথমবারের মতো এই ফেস্ট আয়োজন করতে যাচ্ছে। ফেস্টে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুনীজন সংবর্ধনা, আলুঘাটি ও দই উৎসবসহ নানা লোকজ আয়োজনে সমৃদ্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া ফেস্ট -২০২৫ এর আহবায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব জুলফিকার হুসাইন সোহাগসহ সংগঠনের নেতারা।
সারাবাংলা/এজেড/এমপি