Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রত্যাশিতভাবে আইপিএলে দল পেলেন মুজিব

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯

আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলবেন মুজিব

আইপিএলের এবারের নিলামে দল পাননি তিনি। আফগানিস্তান স্পিনার মুজিব-উর-রহমানের কপাল অবশ্য খুলে গেছে টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগেই। জাতীয় দলের সতীর্থ এএম ঘাজানফরের ইনজুরির সুবাদে মুজিবকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

নিলামে ৪.৮ কোটি রুপিতে ঘাজানফরকে কিনেছিল মুম্বাই। মুম্বাইয়ের স্পিন আক্রমণ অনেকটাই নির্ভর করছিল এই তরুণ বোলারের ওপর। তবে আইপিএল মাঠে গড়ানোর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। জিম্বাবুয়ে সফরে পিঠে চোট পান ঘাজানফর। আর এই চোটেই চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

বিজ্ঞাপন

পিঠের চোটে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকেও সরে যেতে হয়েছে ঘাজানফরকে। একই সাথে আইপিএলেও খেলা হচ্ছে না তার। মুম্বাই ঘাজানফরের পরিবর্তে দলে নিয়েছে তারই সতীর্থ মুজিবকে।

এক বার্তায় আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে মুজিবকে নেওয়ার বিস্তারিত, ‘২০২৫ সালে ঘাজানফরের বিকল্প হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে ঘাজানফর এই মৌসুম থেকে ছিটকে গেছে। এর আগে মুজিব আইপিএলে ১৯ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন। তাকে মুম্বাই নিয়েছে ২ কোটি রুপিতে।’

২৩ বছর বয়সী মুজিব এর আগে আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। ২৫৬টি টি-২০ ম্যাচে ২৩.৬৭ গড়ে ২৭৫ উইকেট পেয়েছেন এই ডানহাতি স্পিনার।

সারাবাংলা/এফএম

আইপিএল আফগানিস্তান এএম ঘাজানফর মুজিবুর রহমান

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর