Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে

খুলনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জীবন বীমা অফিস ও ১০ তলা ভবনের পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে যাত্রী নামিয়ে রাজশাহী হতে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিল্ডে যাচ্ছিল। এ সময় নিউ মার্কেট জীবন বীমা অফিস এবং নুর শপিং সেন্টার সংলগ্ন গলি দিয়ে এক ব্যক্তি দৌড় দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রেনটি অজ্ঞাত ওই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

খুলনা সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর