‘গত ১৫ বছর স্বৈরাচার পতন আন্দোলনে নিয়োজিত ছিলাম’
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর বিএনপির প্রতিটা নেতা-কর্মী, অঙ্গ সংগঠনের প্রতিটা নেতা-কর্মী, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিটা নেতা-কর্মীসহ আমরা নিয়োজিত ছিলাম স্বৈরাচার পতন আন্দোলনে। স্বৈরাচার পালিয়ে গেছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘‘আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার, আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এ জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার। যাতে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে। দেশের কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। যাতে কৃষিকে মজবুত ভিত্তির ওপর গড়ে তুলতে পারি। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে।’’
জেলা বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আসুন, আজকের এই সম্মেলনে আমরা দু’টি বিষয়ে প্রতিজ্ঞা করি। কেন প্রতিজ্ঞা করব? আপনারা হচ্ছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আপনারা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুইজন মানুষের সৈনিক, যে দুইজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ।
‘‘কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের দলের দিকে তাকিয়ে আছে যে, এই দলটি অতীতের মতো বাংলাদেশের মানুষকে দিশা দেখাবে, এ দলটি অতীতের মতো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে। আমরা যেমন দলকে পনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি, একইসঙ্গে আসুন, তৃতীয় আরেকটি প্রতিজ্ঞা করি- যেকোনো মূল্যে মানুষের আস্থা অর্জন করব এবং ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব’’- বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সারাবাংলা/এজেড/ইআ