Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯

মানববন্ধন ও সড়ক অবরোধ। ছবি: সারাবাংলা।

নীলফামারী: নীলফামারীর ডোমারে শিশু পার্ক স্থাপনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা দ্রুত পার্ক স্থাপন চেয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার রেলগেট মোড়ে “ডোমারবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি ইয়াসীন মুহাম্মদ সিথুন। এ সময় বক্তব্য দেন ডোমার প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, বিএনপি নেতা মামুনুর রশীদ বসুনিয়া সজিব, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রিমুন, ছাত্র সমন্বয়ক মাহীর মিলন ও মজিদুল ইসলাম।

বক্তারা বলেন, ‘ডোমার উপজেলার শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। ফলে শিশুরা মুক্ত পরিবেশে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বারবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। এক মাসের মধ্যে কাজ শুরু না হলে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ডোমারে শিশুপার্ক নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

নীলফামারী মানববন্ধন শিশুপার্ক স্থাপনের দাবি সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর