Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বর্ধিত সভার জন্য কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির বর্ধিত সভা বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভীকে আহবায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন– খায়রুল কবির খোকনহাবিব উননবী খান সোহেলশহীদ উদ্দীন চৌধুরী এ্যানিআব্দুস সালাম আজাদসৈয়দ এমরান সালেহ প্রিন্সএম রশিদুজ্জামান মিল্লাতডামওদুদ হোসেন আলমগীর পাভেলকাজী ছাইয়েদুল আলম বাবুলমাহবুবের রহমান শামীমএডভোকেট সৈয়দ শাহীন শওকতআসাদুল হাবিব দুলুআলহাজ জি কে গউছঅধ্যক্ষ সেলিম ভূঁইয়াশরিফুল আলমশামা ওবায়েদঅনিন্দ্য ইসলাম অমিতসুলতান সালাউদ্দিন টুকুব্যারিষ্টার নাসির উদ্দিন অসীমআজিজুল বারী হেলালএবিএম মোশাররফ হোসেনরকিবুল ইসলাম বকুলমীর সরফত আলী সপুপ্রফেসর ডমোর্শেদ হাসান খানডারফিকুল ইসলামরফিকুল আলম মজনু ও আমিনুল হক।

ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিঅভ্যর্থনা কমিটির আহ্বায়ক হাবিব উননবী খান সোহেলসদস্য মোআবদুস সাত্তার পাটোয়ারীআপ্যায়ন কমিটির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতশৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকুমিডিয়া কমিটির আহ্বায়ব ডামওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চিকিৎসা সেবা কমিটির আহ্বায়ক করা হয়েছে ডারফিকুল ইসলামকে।

উল্লেখ্যআগামী ২৭ ফেব্রয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভার পর এটিই বিএনপির সবচেয়ে সাংগঠনিক সভা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

বর্ধিত সভা কমিটি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর