কড়াইলে শ্রমিক গুলিবিদ্ধ
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫
ঢাকা: পূর্ব শত্রুতার জেরে রাজধানীর বনানী কড়াইল এলাকায় মো. হোসেন আলী (২৮) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বনানী কড়াইলের কুমিল্লাপট্টিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে আহত হোসেন আলী বলেন, তার বাসা বনানী থানাধীন কড়াইল কুমিল্লাপট্টি এলাকায়। ওই এলাকায় ইন্টারনেট কোম্পানীতে কাজ করেন তিনি। ওই এলাকারই এরশাদ নামের এক বন্ধুর কাছ থেকে বেশ কয়দিন আগে দুই হাজার টাকা ধার নেয় হোসেন। এরশাদকে এক হাজার টাকা পরিশোধ করে বাকি এক হাজার টাকা পরে দেওয়ার কথা বলেন তিনি।
হোসেন জানান, এরশাদ ও তার ভাই খোকা দুজন মিলে তার বাসায় টাকা নিতে এ সময় হোসেন তাদেরকে বাসার পেছনে নিয়ে টাকা পরে দিবে বলে জানায়। তর্কাতর্কির এক পর্যায়ে খোকা তার পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যম্পের (ইনচার্জ) মো. ফারুক বলেন, ‘দুপুরে বনানী থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার পেটের ডান পাশে একটি গুলি লাগে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ