Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭

ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার হওয়া দুইজন। ছবি: সারাবাংলা।

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খাইরুল ইসলাম (৩৩) ও যুবলীগ নেতা আবু তাহের বকুলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু তাহের বকুল উপজেলার দাউদপুর এলাকার মৃত আবু বকরের ছেলে ও খাইরুল ইসলাম পারহরিণা গ্রামের আবুল হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট ছাত্রলীগ নেতা গ্রেফতার দিনাজপুর নবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর