সচিবালয়মুখী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মিছিলে পুলিশের জলকামান
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১
ঢাকা: নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সচিবালয়মুখী বিক্ষোভ মিছিলে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শিক্ষাভবনের সামনে সচিবালয়মুখী সড়কে এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসেন তারা। এক পর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছুলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। পরে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং তাদের উপর জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে সেখানে থেকে সরে যান। তবে নারী প্রার্থীরা রাস্তা না ছাড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তাদের দাবি, প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন আসেনি। তাহলে তৃতীয় ধাপ নিয়ে কেন এত নাটকীয়তা? অবিলম্বে সব অবসান করে আমাদের নিয়োগ দেওয়া হোক। এই চাকরিতে যোগদান করার জন্য আমারা অনেকে আগের চাকরি ছেড়ে দিয়েছি। এখানে নিয়োগ না দেওয়া হলে আমরা ঘরে ফিরে যাব না। যেকোনো মূল্যে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।
এদিন বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘর মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। সাড়ে ১১টার দিকে সেখানে তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়। বিকেল ৩টার দিকে তারা শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে হঠাৎ তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন।
সারাবাংলা/এমএইচ/পিটিএম