Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪

খুলনা: ছাত্র-জনতার আন্দোলনের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

রোববার (১৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ছাত্র-জনতাসহ স্থানীয় বাসিন্দারা বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে।

 

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি- ছয়বার ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগপত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনটি পাঠানো হবে।

সারাবাংলা/এসআর

ইউপি চেয়ারম্যানের পদত্যাগ খুলনা পাইকগাছা উপজেলা রাড়ুলী ইউনিয়ন পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর