Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৮

আহত ইউপি চেয়ারম্যান আকতার হোসেন (৪৫)

পাবনা: পূর্ব শত্রুতা ও দাবীকৃত টাকা চাঁদা না দেওয়ার জের ধরে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আকতার হোসেনকে (৪৫) পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে বিলচলন ইউনিয়নের চর সেনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকতার হোসেন অভিযোগ করেন,ইরি স্কিম নিয়ে এলাকার জাফর সরদার,জিন্নাহ সরদার,মুনজিল হোসেনদের সঙ্গে তার বিরোধ চলছিল। তারা মাঝেমধ্যেই চাঁদা দাবি করতো। চাঁদা না দেওয়ায় ও স্কিমের অংশ নিতে অস্বীকার করায় তারা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়।

রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাজারে যাবার পথে রাস্তায় চেয়ারম্যান আকতার হোসেনের পথ রোধ করে তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সারাবাংলা/এসডব্লিউ

ইউপি চেয়ারম্যান আহত পাবনা পিটিয়ে আহত

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর