Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ পরিবারের পাশে দাঁড়াল ‘স্মার্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

গণ অভ্যুত্থানে শহিদ পারিবারের সঙ্গে ‘স্মার্ট’

ঢাকা: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহিদ পারিবারের পাশে দাঁড়িয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৬ শহিদ পরিবারের প্রত্যেককে সম্মাননা জানানোর পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা করে উপহার দেয় প্রতিষ্ঠানটি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ বিষয়ক বিশেষ অনুষ্ঠান। ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ এর উদ্যোগে এবং স্মার্ট ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সেবামূলক প্রতিষ্ঠান স্মার্ট ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লবের শহিদ পরিবারদের সম্মাননা প্রদান।

‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ বিষয়ক এই অনুষ্ঠানে রামগঞ্জের ৬ শহিদ পরিবারের প্রত্যেককে সম্মাননা জানানোর পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা করে অর্থ উপহার হিসেবে প্রদান করেন স্মার্ট ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় শহিদ পরিবারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন তাদের ঋণ আমরা কোন দিনও শোধ করতে পারব না। তবুও, রামগঞ্জের শহীদ পরিবারগণ এর দায়িত্ব আজ থেকে আমাদের পুরো রামগঞ্জবাসীর। আমরা সকল রামগঞ্জবাসী আপনাদের সবার আপনজন হিসেবে আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

জুলাই শহিদ পরিবারের সম্মাননার পাশাপাশি অনুষ্ঠানে ২০২৪ এর ভয়াবহ বন্যা চলাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল স্বেচ্ছাসেবীকে স্বীকৃতি প্রদান স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের মধ্য থেকে ২০ জনকে বৃত্তি প্রদান করে স্মার্ট ফাউন্ডেশন।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

শহিদ পরিবার স্মার্ট ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর