নাক-মুখ থেতলানো ভ্যানচালকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা- খুন
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নাক-মুখ থেতলানো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের তথ্য, তাকে ইট বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি সেগুনবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবু ছৈয়দের (৫৫) বাড়ি রাঙ্গুনিয়ার ইছাখালি ইউনিয়নের আদর্শ গ্রামে। তিনি পেশায় ভ্যানচালক বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান সারাবাংলাকে বলেন, ‘সেগুন বাগানের ভেতর লাশটি পড়েছিল। নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। স্থানীয় লোকজন দেখে থানায় খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। তার নাক-মুখ একেবারে ইট দিয়ে থেতলানো ছিল।’
‘প্রাথমিকভাবে আমরা যা জানতে পেরেছি, আবু ছৈয়দ এবং তার একজন বন্ধুস্থানীয় মিলে নিয়মিত সেগুন বাগান এলাকায় গাঁজা সেবন করতো। আজ (রোববার) সকালেও তাদের ওই এলাকায় একসঙ্গে দেখা গেছে। পরে আর বন্ধুকে দেখা যাচ্ছে না। গাঁজা সেবনের সময় ওই বন্ধুই আবু ছৈয়দকে ইট কিংবা অন্য কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করেছে, এমন তথ্য পেয়েছি। তবে আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’
এ ঘটনায় আবু ছৈয়দের পরিবার মামলা করতে রাজি হচ্ছে না জানিয়ে ওসি বলেন, ‘শেষপর্যন্ত পরিবারের সদস্যদের রাজি করাতে না পারলে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।’
সারাবাংলা/আরডি/এসডব্লিউ