Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১

দোলনা আক্তার দোলা

কুড়িগ্রাম: কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলাকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

কুড়িগ্রাম ছাত্রলীগ নেত্রী আটক

বিজ্ঞাপন

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

আরো

সম্পর্কিত খবর