সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫
ঢাকা: চায়ের নগরী সিলেটে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের অন্য জেলাগুলোতে বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়তি থাকতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়ার দৈনিক পূর্বাভাস প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ঢাকা, খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিনও সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ