আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতল ব্রাজিল
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯
চিলিকে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাকভাবেই সেরে রেখেছিল ব্রাজিল। ব্রাজিলকে টপকে শিরোপা ছুঁতে হলে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোল করে জিততে হতো আর্জেন্টিনাকে। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে হেরে যাওয়াতেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের শিরোপা। চিলিকে ৩-০ গোলে হারানোর সুবাদে টানা দ্বিতীয়বারের মতো কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল সেলেসাওরা।
এবারের শিরোপা লড়াইটা গিয়েছিল শেষ রাউন্ড পর্যন্ত। ৪ রাউন্ড শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল ১০। শেষ ম্যাচে তাই অপেক্ষা করছিল জমজমাট এক লড়াই। গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছেই ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। চূড়ান্ত পর্বে অবশ্য ১-১ গোলে ড্র করে দুই দল।
শেষ রাউন্ডের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে ব্রাজিল। আর্জেন্টিনার তাই শুধু জয়ই নয়, দরকার ছিল ৪ গোলের জয়। শেষ পর্যন্ত জয় তো আসেইনি, উলটো প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট নিয়ে তাই চ্যাম্পিয়ন হয় ব্রাজিলই।
দক্ষিণ আমেরিকার এই অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ব্রাজিলের ১৩তম শিরোপা, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ২০২৩ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তারাই। উরুগুয়ে ৮ শিরোপা নিয়ে আছে দ্বিতীয় স্থানে, আর্জেন্টিনা শিরোপা জিতেছে ৫বার।
সারাবাংলা/এফএম