Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে শহিদ সাজিদ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জবি করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১২

বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুল এন্ড কলেজ মাঠ ৪ দিন ব্যাপি ক্রিকেট খেলার আয়োজন করা হয়

ঢাকা: জুলাই বিপ্লবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে শহিদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুল এন্ড কলেজ মাঠ ৪ দিন ব্যাপি এ খেলার উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদ সাজিদের স্মরণে এ খেলার আয়োজন করা হয়। ৩২ টি টিম নিয়ে নক আউট খেলায় গনিত ও আইন বিভাগের খেলার মাধ্যমে এ টুর্নামেন্টের সূচনা হয়।

খেলা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘এ খেলার আয়োজনের মাধ্যমে আমরা দুটো জিনিস করতে চাই, শহিদ সাজিদকে স্মরণ এবং আমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করতে পরবর্তী এমন আরও আয়োজন করার চেষ্টা করবো।’

সংগঠনের সভাপতি এ.কে.এম রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শুধু ক্রিকেটীয় আনন্দই দিচ্ছি না, বরং শহিদ সাজিদের স্মৃতিকে আমাদের মাঝে আরও গভীরভাবে চিরন্তন করে রাখার প্রয়াস চালাচ্ছি।’

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুনতাসীর মুকুল, গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খান, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন, জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন সহ বিশ্ববিদ্যালয় শিবিরে সাংগঠনিক সম্পাদক, জবি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতিসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শহিদ সাজিদ ক্রিকেট টুর্নামেন্ট