কক্সবাজারে ১৬ বছর পর বিএনপি’র সমাবেশ আজ
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১
কক্সবাজার: কক্সবাজারে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। যেখানে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করেছেন আয়োজকবৃন্দ। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রত গণতন্ত্র ফেরাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের বাহারছড়া গোল চত্বর ও (মুক্তিযোদ্ধা) মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এই জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজকের জনসভা সফল করাসহ সার্বিক বিষয় নিয়ে গতকাল জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেন, ‘দ্রত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জরুরি। একমাত্র নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করতে পারে। জনআকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে সর্বাগ্রে জাতীয় নির্বাচন জরুরি। দেশব্যাপী জনমত গঠন করতে কেন্দ্রীয় বিএনপি জনসভা, সমাবেশ চালিয়ে যাবে। এই সমাবেশ জনগণের। এখানে লাখো মানুষের সমাগম হবে।’
জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় জনগণের সরকার না থাকার কারণে নিত্য-পণ্যের মূল্যের উর্ধ্বগতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড লেগেই আছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের অধিকার চাই।’
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, ‘বিএনপির ৩১ দফায় সংস্কারের পূরণ রূপরেখা রয়েছে। সুতরাং কালক্ষেপণ না করে দ্রত নির্বাচন দিন।’
প্রস্তুতি সভায় নেতা কর্মীরা বলেন, ‘বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপি আহুত জনসভায় লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম হবে। এতে জনগণ অংশ গ্রহণ করবেন। ইতোমধ্যে জনসভা সফল করতে কক্সবাজার জেলা বিএনপি’র ১৪ টি ইউনিট পুরোদমে মাঠে নেমেছে। এটি সমাবেশ নয়। এটি মহাসমাবেশে পরিণত হবে।’
সারাবাংলা/এসডব্লিউ