আইপিএল ২০২৫
২০২৫ আইপিএলের ফাইনাল কবে, কোথায়
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭
আইপিএলে ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে, এটার ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। এবার জানা গেল, এই আসরের ফাইনাল ম্যাচও হবে এই ইডেনেই।
এবারের আইপিএলের পর্দা উঠবে ২২ মার্চ। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই মাঠে গড়াবে আইপিএলের ১৮তম মৌসুম। মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠ ইডেনেই লড়বে কলকাতা।
উদ্বোধনী ম্যাচের মতো এই আসরের ফাইনাল ম্যাচও হবে ইডেনে। ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ইডেন গার্ডেনসকেই। একই সাথে ২৩ মে এই মাঠে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারও। ২০ মে প্রথম কোয়ালিফায়ার ও ২১ মে এলিমিনেটর ম্যাচ দুটি হবে হায়দরাবাদে।
এর আগেও দুইবার আইপিএলের ফাইনাল আয়োজন করেছে ইডেন। ২০১৩ ও ২০১৫ সালের আইপিএলের ফাইনাল হয়েছিল কলকাতার এই মাঠে।
৬৫ দিনের এই লড়াইয়ে মোট ১৩টি ভেন্যুতে হবে ৭৪টি ম্যাচ। আইপিল শিরোপার জন্য দুই গ্রুপে ভাগ হয়ে এবার লড়বে মোট ১০টি দল।
সারাবাংলা/এফএম