ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত ১৫
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০
মুন্সীগঞ্জ: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কামারখোলা এলাকায় তিন গাড়ির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
এর আগে, ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাও এলাকায় দুর্ঘটনার শিকার হয় আরেকটি বাস। খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা অপর একটি এমাদ পরিবহণের বাসকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান ওসি।
সারাবাংলা/এসডব্লিউ