Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের মেয়ে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। আহত হয়েছেন তাদের মেয়ে জুঁই আক্তার (১৪)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান জানান, সকালে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন ওই তিন জন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। আর স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার। আহত মেয়ে জুঁই আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এই ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জুই আক্তারের বড় বোন জান্নাতুল ফেরদৌস জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বর্তমানে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকে। গত রাতে তাদের এক আত্মীয় ঢাকা মেডিকেলে মারা যায়। তাকে দেখতে বাবা-মা ও বোন হাসপাতালে যাচ্ছিলেন। পরে রাস্তায় দুর্ঘটনার শিকার হন তারা।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর