Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৮

ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি বলে বিবিসিকে জানিয়েছে ইউক্রেনের সরকারের একটি সূত্র।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগ কিয়েভের অংশগ্রহণ থাকবে বলে দাবি করলেও ইউক্রেন সরকারের এক সূত্র প্রত্যাখ্যান করে জানায়, ওই আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধির উপস্থিতি থাকবে না।

বিজ্ঞাপন

এর আগে কেলোগ ইউরোপকে সৌদি আরবে আমন্ত্রণ না জানানোর বিষয়ে বলেন, ‘আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল অতিরিক্ত পক্ষ জড়িত থাকার কারণে। এটি হয়তো কারও কাছে একটু কঠিন শোনাতে পারে, কারও কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আমি একদম সত্য কথা বলছি।’

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিকবার জানিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তিচুক্তি তিনি মেনে নেবেন না। রোববার (১৬ ফেব্রুয়ারি) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে, আমি তা কখনোই মেনে নেব না, কখনোই না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

এদিকে ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি। ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপকে যুক্ত না করা নিয়ে উদ্বেগ থেকেই ইউরোপীয় নেতারা এই জরুরি সম্মেলন করছেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার প্রথম মুখোমুখি আলোচনার জন্য তিনি রোববার সন্ধ্যায় সৌদি আরব গেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার দূত স্টিভ উইটকফ ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন।

সৌদি আরবে অনুষ্ঠেয় আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে রাশিয়ার তরফে কারা উপস্থিত থাকবেন তা এখনো জানা যায়নি।

সারাবাংলা/ইআ

ইউক্রেন যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর