Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০

নিহত নারী পুলিশ কনস্টেবল রুম্পা দাশ (৩০)

বান্দরবান: বান্দরবান শহরের বনরূপা পাড়া থেকে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই এলাকার এক‌টি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কন‌স্টেবল প‌দে কর্মরত ছিলেন। তার স্বামী সৌরভ দাশ কন‌স্টেবল হি‌সে‌বে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।

রুম্পা দাশের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই শিশু বাচ্চা‌কে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকার এক‌টি ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের ন্যায় রোববার রাতের খাবার খে‌য়ে স্বামী সৌরভ দাশ সন্তান‌দের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুম ঘুমাতে যায়। পরে তার দুই শিশু বাচ্চাসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুম্পা দাশ। পরদিন সকালে স্বামী ঘুম থে‌কে উঠে ডাকাডাকি করলেও দরজা না খুললে দরজার ফাঁক দি‌য়ে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ দেখ‌তে পায় স্বাম‌ী। তবে পারিবারিক কলহের জে‌রে এই আত্মহত্যা হতে পা‌রে ব‌লে ধারণা কর‌ছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে রুম্পা দা‌শের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হো‌সেন বলেন, ‘গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ নামের এক নারী আত্মহত্যা করে‌ছেন। সে বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিল। তবে কি কারণে আত্মহত্যা করে‌ছে সে বিষয় এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শে‌ষে বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসডব্লিউ

আত্মহত্যা নারী পুলিশ কনস্টেবল নিহত বান্দরবান

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর