রমজানে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০
ঢাকা: পবিত্র রমজান মাসে খাদ্যশস্য বিতরণে শৃঙ্খলা বজায় রেখে বিতরণে করতে দিক নির্দেশনা দিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে আগামী মার্চ ও এপ্রিল এই দুই মাসে প্রায় সাত লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এরমধ্যে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচিতে। ৫০ লাখ পরিবারের মধ্যে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে বিক্রি করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
খাদ্য ও ভূমি উপদেষ্টা বলেন, টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল বিক্রি হবে। ওএমএসের মাধ্যমে বিক্রি হবে আরও এক লাখ মেট্রিক টন। এ ছাড়া ঈদের সময় এক কোটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হবে একদম বিনামূল্যে। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে।
তিনি বলেন, এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না। আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।
খাদ্য উপদেষ্টা বলেন, ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে মিটিং করেছি, ফের মিটিং করব। এ বিভাগের যে ১২২টি বিক্রয় কেন্দ্র এবং ৭০টি ট্রাকসেল আছে, টিসিবি ছাড়াও, প্রয়োজনে সেগুলো ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করতে বলেছি।
এর বাইরে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় সাইলো নির্মাণ করার বিষয়ে আলোচনা হয়েছে। সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর, শাল্লা ও জগন্নাথপুর উপজেলায় খাদ্য গুদাম নির্মাণ, গাইবান্ধা জেলায় নিরাপদ খাদ্য টেস্টিং ভ্যান সংগ্রহ, সরকারিভাবে খাদ্য সংগ্রহের সময় আতপ ও মোটা চালের মূল্য পৃথকভাবে নির্ধারণ, উত্তোলনের সময়ে আলুর দাম কম থাকায় কৃষকদের যৌক্তিক মূল্য পাওয়ার জন্য ধানের মত সরকারিভাবে আলু সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ডিসি সম্মেলন চলবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
সারাবাংলা/জেআর/ইআ