সান্তোসে ফিরে নেইমারের প্রথম গোল
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৬
১৩ বছর পর শৈশবের ক্লাবে ফিরেছিলেন তিনি। ক্লাবের হয়ে মাঠে নেমে প্রথম কয়েক ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার। অবশেষে সান্তোসের হয়ে গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান তারকা।
সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারের সান্তোস। এই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে সান্তোর। দলের একটি গোল আসে নেইমারের পা থেকেও।
ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি পায় সান্তোস। পেনাল্টি থেকে গোল করে উল্লাসে মাতেন নেইমার। ক্লাবের হয়ে এটি তার ১৩৯তম গোল। প্রায় ১৪ মাস পর পেশাদার ফুটবলে গোলের দেখা পেলেন নেইমার। ৭০ মিনিটে সান্তোসের তৃতীয় গোলের কারিগরও ছিলেন নেইমার। গুইলেমের গোলে অ্যাসিস্ট ছিল তার।
সান্তোসে যোগ দেওয়ার পর কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি নেইমার। এই ম্যাচেও পুরো সময় মাঠে থাকতে পারেননি ইনজুরির সাথে লড়াই করা নেইমার। দলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ার ৮৫ মিনিটে নেইমারকে মাঠ থেকে তুলে নেন সান্তোস কোচ।
সান্তোসে যোগ দেওয়ার পর আজই সবচেয়ে বেশি ছন্দে ছিলেন নেইমার। এক গোল ও এক অ্যাসিস্টে সান্তোসের এই জয়ে ম্যাচসেরাও হয়েছে নেইমার।
সারাবাংলা/এফএম