ডেভিল হান্ট: পঞ্চগড়ে এক সপ্তাহে আটক ২৯
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪
পঞ্চগড়: পঞ্চগড়ে গেল ২৪ ঘন্টায় ডেভিল্ট হান্ট অভিযানে ৫ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গেল এক সপ্তাহে মোট আটকের সংখ্যা দাড়িয়েছে ২৯ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নতুন করে ওই ৫ জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।
আটকরা হলেন, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মিলন ইসলাম (২৮), বোদা পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জামাদার পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে হাবিবুর রহমান জিদনী (২৫), ব্যাংহারি ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থক ও মানিকপীর এলাকার দাহির উদ্দিনের ছেলে মামুন হাসান (৩২), আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মির্জাপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে দুলাল হক এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বোয়ালমারী এলাকার চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩৮)।
এদিকে পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, জেলায় ডেভিল হান্ট অপারেশনে গত ২৪ ঘন্টায় মোট ৫ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে গেল এক সপ্তাহে মোট ২৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক মামলা রয়েছে। যারা আটক হয়েছেন তারা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।
সারাবাংলা/এনজে