Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি ব্যবস্থাপনায় মানুষের হয়রানি বন্ধে ডিসিদের সহযোগিতা করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ঢাকা: ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পেন্ডিং নামজারি মামলা নিষ্পত্তিসহ সব ভূমি সেবা অনলাইনের মাধ্যমে জনগণকে যথাযথ সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ দিক নির্দেশনা দেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিজ্ঞাপন

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।

জমির নামজারি (মিউটিশন) করাও ডিজিটাল পদ্ধতির কাজ চলমান রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ

ভূমি উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনা