Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নাহিদ হোসেন (৩০) ওই পিকআপের চালক ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চালক নাহিদ নওগাঁ জেলার রেজ্জাকপুর এলাকার শাহিন আলমের ছেলে। তার মরদেহ উদ্ধার করে স্বজদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন জানান, সোমবার ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দরজা কেটে পিকআপ চালকের লাশ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ‘লাশ স্বজদের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ দুটো জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

চালক নিহত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা নাটোর

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর