ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, মবের নামে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি কমাতে পারলে সব সেক্টরে উন্নতি হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই ৬ মাসে দুর্নীতি কমেছে, তবে তা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। তাই দেশে দুর্নীতি আরও কমাতে হবে।
উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন এলাকায় একদল মানুষের একজোট হয়ে ‘বিচার’ করে ফেলার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে, যা ‘মব জাস্টিস’ নামে পরিচিতি পেয়েছে। বিভিন্ন জনতা বিভিন্ন দাবিতে মব করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
‘পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়াতে রোহিঙ্গারা পাসপোর্ট সহজে পেয়ে যাবে কি না’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া অনেক দিনের চিন্তা ভাবনা ছিল। এতে জনগণ ভোগান্তি থেকে রক্ষা পেয়েছে। যাদের ন্যাশনাল আইডি আছে, তাদের পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না। আর রোহিঙ্গারা যাতে জাতীয় পরিচয়পত্র না পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যদি কোনো রোহিঙ্গা আগেই জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম নেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়।