রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও গুলিসহ দেবর-ভাবি আটক
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬
কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ইয়াবা ও গুলিসহ দেবর-ভাবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আর এপিবিএন পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।
আটকরা হলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) এবং তার ভাই জি-১০ ব্লকের বাসিন্দা মো. জামালের স্ত্রী আসাম আক্তার (২০)।
দিদারুল আলম বলেন, রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চালান মজুদ থাকার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে বিষয়টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করে যৌথ অভিযান চালানো হয়।
এরপর ঘরটি ঘিরে ফেললে ৩ থেকে ৪ জন লোক পালানোর চেষ্টা চালালে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা এবং বিদেশি নাইন এমএম পিস্তলের ১০ গুলি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ কর্মকর্তা বলেন, ‘আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে মাদকের চালান এনে ক্যাম্পে মজুদ রাখতেন। পরে রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদকগুলো পাচার করতেন। অভিযানকালে আটক আসমা আক্তারের স্বামী মো. জামাল বিদেশি পিস্তলসহ পালিয়ে যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, এ কে এম দিদারুল আলম।
সারাবাংলা/এনজে