Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২

বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘জেলা প্রশাসকদের অভিযোগ, বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন। এদের বিষয়ে জেলায় জেলায় প্রকৃত মুক্তিযোদ্ধারা খুবই সোচ্চার। এদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এটাতে তারা সুনির্দিষ্ট নির্দেশনা চান।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে। জামুকার যে আইন ছিল সেটাতে সংশোধনী আনতে হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার নিরিখে এই সংশোধনী আসছে। সংশোধনী আসার পর মুক্তিযোদ্ধা সংসদও পুনর্গঠিত হবে। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হলে প্রতিটি জেলায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার চেষ্টা করব। যাদেরকে আমরা শনাক্ত করতে পারব তাদের আইনের আওতায় নিয়ে আসব।’

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর