Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ঢাকাসহ বিভাগীয় জেলা ও উপজেলায় সুলভ মূল্যে বিক্রি হবে দুধ-ডিম-মাংস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৫

সংবাদ ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ঢাকা: আসছে রমজানে রাজধানীর ২৫টি স্থানে এবং বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ে প্রান্তিক খামারিদের সমন্বয়ে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও ড্রেসড ব্রয়লারসহ অন্যান্য খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আগামী ২৮ ফেব্রুয়ারি এ কার্যক্রম উদ্বোধন করা হবে এবং পহেলা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত বিক্রি চলবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি জানান, রমজান উপলক্ষে এই বিপণন কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণ, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা (ডিআইটি প্রজেক্ট), মেরুল বাড্ডা, ঢাকায় উদ্বোধন করা হবে। ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স এসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন।

উপদেষ্টা জানান, প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, পাস্তুরিত দুধ ৬ হাজার লিটার, ড্রেসড্ ব্রয়লার ২ হাজার কেজি, গরুর মাংস ২ থেকে আড়াই হাজার কেজি বিক্রি হতে পারে। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকায় ক্রেতারা কিনতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল, সে সকল স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।

যেসব স্থানে সুলভ মূল্যে পণ্য পাওয়া যাবে- সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি, বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার), কাকরাইল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা শহর ছাড়াও দেশব্যাপী প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে পবিত্র রমজানে বিপণন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে বিপণন কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয়/জেলা/উপজেলা পর্যায়ে প্রান্তিক খামারিদের সমন্বয়ে ড্রেসড ব্রয়লার, দুধ, ডিম, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও জানানো হয়, প্রতিটি উপজেলায় প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে এখনো ৮ বিভাগের ৬১টি জেলার ৩৬৪ উপজেলায় মোট ৩৭৭টি স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রায় ২২ লাখ ৩৩ হাজার ৮৭ পিস ডিম বিক্রি হয়েছে। রমজানেও এ সকল পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

সারাবাংলা/জেআর/এনজে

উপদেষ্টা রমজান

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর