Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯

তিস্তা পাড়ে জড়ো হতে শুরু করেছেন নীলফামারী ও লালমনিরহাট জেলার মানুষ। ছবি: সারাবাংলা

নীলফামারী: তিস্তার পানি বণ্টন ও তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে তিস্তা পাড়ে জড়ো হতে শুরু করেছেন নীলফামারী ও লালমনিরহাট জেলার মানুষ।

মূলত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

আন্দোলনে অংশগ্রহণকারী হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রধান যে দাবি হল, তিস্তা মেগা প্রকল্প আমরা অনতিবিলম্বে বাস্তবায়ন চাই।’

আরেক অংশগ্রহণকারী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের যখন পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দেয় ভারত আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখে। আমরা এটা চাই না। আমরা চাই পানি সঠিকভাবে বণ্টন করা হোক ও তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন হোক।’

তিস্তার ডালিয়া ব্যারেজের পূর্ব-পশ্চিম দুই দিকে দুইটি পয়েন্ট করা হয়েছে। পূর্ব দিকে অবস্থান করছেন নীলফামারী জেলা বিএনপিসহ আন্দোলনে অংশগ্রহণকারীরা। পশ্চিম দিকে অবস্থান করছে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রামের উপজেলার বিএনপির পাশাপাশি তিস্তা পাড়ের সাধারণ মানুষ।

এই অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন। আন্দোলনকারীরা আশা করছেন, এই পদক্ষেপ তিস্তা নদীর বাঁচানোর জন্য সরকারের কাছে ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।

সারাবাংলা/এমপি

তিস্তা তিস্তার পানি বণ্টন

বিজ্ঞাপন

ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর