Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় মাটি বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬

অবৈধভাবে কাটা হচ্ছে তুলসীগঙ্গা নদীর পাড়ের মাটি

নওগাঁ: নওগাঁর সদর উপজেলার তুলসীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম নামে একজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

ইউএনও ইবনুল আবেদীন জানান, সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে গতকাল (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সে এলাকায় অভিযানে যায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায় লোকজন।

এ সময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সাথে জব্দ করা হয় মাটি কাটায় ব্যবহৃত মেশিন ও ৬টি ট্রাক্টর। পরে আটকের বিরুদ্ধে ৩ লাখ টাকা জরিমান আদায় করা হয় এবং এমন কাজ ভবিষ্যতে না করার জন্য মুছলেকা নেওয়া হয়।

সারাবাংলা/এনজে

জরিমানা নওগাঁ মাটি কাটা

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর