Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের মুখে মোংলার ইউএনওকে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪

বদলি হওয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন

বাগেরহাট: অবশেষে আলোচিত বাগেরহাটের মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। নানাবিধ অভিযোগ উত্থাপন করে গত কয়েকদিন ধরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবি ও বিক্ষোভের মুখে তাকে বদলি করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক দাফতরিক আদেশে তাকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শারমিন আক্তার সুমিকে মোংলা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বহুল আলোচিত ইউএনও আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহার করে নেয়ায় স্থানীয় সাধারণ জনগন ও বিভিন্ন মহলে স্বস্তি বিরাজ করছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দূর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল।

উল্লেখ্য, বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এর জেরে সাম্প্রতিক সময়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন করে আসছিলো।

সারাবাংলা/এনজে

ইউএনওকে বদলি মোংলা

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর