Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগর উপজেলায় মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো. হাছান ছারওয়াদী।

বিজ্ঞাপন

আসামি রুবেল মোল্লা শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।

মামলার ঘটনার পর হতে জেল হাজতে আটক ছিল রুবেল। রায়ের সময় আসামিকে আদালতে আনা হলে রায়ের পর পুনরায় তাকে জেলা কারাগারকে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আসামি রুবেল মোল্লা তার মায়ের কাছে রাতের খাবার চায়। তার মায়ের দেওয়া খাবারে সন্তুষ্ট না হওয়ায় আসামি রুবেল হাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। এ সময় রুবেলের মা নুরজাহান বেগম পুনরায় তাকে খাবার দিলে আসামি রুবেল ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মা নুরজাহান বেগম (৬৫) এর মাথায় সজোরে আঘাত করেন।

মামলা সূত্রে আরও জানা গেছে, এ সময় নুরজাহান বেগম চিৎকার করে ঘর হতে বাহির হয়ে উঠানে পড়ে যায়। পরে নুরজাহান বেগমকে আসামি রুবেল পুনরায় মাথায় আঘাত করে। নুরজাহান বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন এসে রুবেলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে আসামি রুবেলকে থানায় নিয়ে যায়।

ঘটনার পর মৃত নুরজাহান বেগমের সুরাতাহাল রিপোর্টের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নুরজাহান বেগমের অপর ছেলে শ্রীনগর উপজেলার বাগরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে আক্কাস মোল্লা (৫০) বাদী হয়ে শ্রীনগর থানায় ঘটনার পরের দিন মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় প্রায় সাত বছর পর মামলা আদালতে বিচারাধীনে থাকা অবস্থায় ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেলকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।’

সারাবাংলা/এইচআই

ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মাকে হত্যা মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর