Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি কোনো দলের নই: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৬

ডিএনসিসির নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভা। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘আমি কোনো দলের লোক নই।  আমি ঢাকা উত্তর সিটি করপোরেশন দলীয় প্রভাবমুক্ত রাখার চেষ্টা করব। সবাইকে বলে দিচ্ছি, কেউ কোনো দলীয় তদবির নিয়ে আমার কাছে আসবেন না।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান ২ নম্বরে ডিএনসিসির নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি আমার টিমের সবার সঙ্গে সারা রাত ঢাকা ঘুরেছি। এ সময় বিভিন্ন স্থানে সমস্যা নির্ধারণের চেষ্টা করেছি। আশা করি, আগামী ৮ মাস পর আপনারা বলতে পারবেন যে, কিছু একটা করেছি। আগে যারা দায়িত্বে ছিল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা তেমন কিছু করতে পারেনি। আমি তাদের মত প্রতিশ্রুতি দেব না, যা করব আপনাদের সঙ্গে নিয়েই করব। সব দৃশ্যমান থাকবে।’
জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এবার জলাবদ্ধতা সহনশীল থাকবে- এটা বলতে পারি। তবে একেবারে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। ফগার মেশিন দিয়ে মশা মরে না। তাই ভিন্ন উপায়ে কীভাবে মশা নিধণ করা যায়, আমরা সেই পরিকল্পনা করছি।’
তিনি বলেন, ‘রাজপথে অর্থাৎ প্রধান সড়কগুলোতে কোনো ধরনের পোস্টার আমরা অ্যালাউ করব না। সেটা রাজনৈতিক হোক বা অন্য কারো। এ বিষয়ে আমাদের অবস্থান কঠোর থাকবে।’
তিনি আরও বলেন, ‘এই শহর আমার, আপনার, আমাদের সবার। অদম্য, সৃজনশীল আর সংহতির এক শহর। এই শহরটিকে মানবিক ও ন্যায়ের শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে বহু বছর ধরে আমি আপনাদের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ঢাকা যেন শুধু ইট-পাথরের শহর হয়ে না থাকে, বরং এটি এমন একটি প্রাণবন্ত শহর হয়, যেখানে মানুষ ও প্রকৃতি একে অপরের থেকে আলাদা নয়, যেখানে শহরের স্পন্দন নানা জীবন ও সংস্কৃতির মিলনে তৈরি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভূমিকা হবে সেই পথচলার আরেক ধাপ।’
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমি প্রথমে একজন ঢাকাবাসী, তারপর একজন প্রশাসক। আমি এমন প্রশাসনের ধারণায় বিশ্বাস করি না, যেখানে প্রশাসক সবার ওপরে বসে থাকেন। আমাদের নগর শাসনের অনেক কিছুই ব্রিটিশ আমল থেকে এসেছে, যা আমরা এখনো অনুসরণ করে যাচ্ছি। এখন সময় এসেছে, সেই পুরনো ধাঁচ ভেঙে ফেলার এবং মানুষের অংশগ্রহণের উপর ভিত্তি করে নতুনভাবে নগর শাসন পরিকল্পনা করার। আমি আপনাদের আমার সঙ্গে এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানাই। আপনারা গঠনমূলক সমালোচনা করুন, আপনার ভাবনাগুলো শেয়ার করুন এবং বদলের পথে বাস্তব পদক্ষেপ নিতে আমাদের সাহায্য করুন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নব নিযুক্ত প্রশাসক রাজনীতি

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর