Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআইও’র স্টোর রুম থেকে ২ বছর আগের ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪

উদ্ধার করা পুরনো ত্রানের খাদ্যসামগ্রী

বাগেরহাট: জেলার মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুম থেকে ২ বছর আগের বিপুল পরিমান ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছেন নাগরিক কমিটি। উদ্ধার করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট ইত্যাদি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্টোর রুমে রক্ষিত বস্তা ও কার্টুন থেকে এসব খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।

জানা যায়, সংশ্লিষ্ট বছরে ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুর্গতদের মধ্যে বিতরণের জন্য এসব খাদ্য সামগ্রী  সরবরাহ করেছিল সরকার। কিন্তু সে সময় এগুলো বন্টন না করে মজুদ করে রাখা হয়েছিলো। এছাড়া শীতের কম্বলও উদ্ধার করা হয়েছে সেখান থেকে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত না। খোঁজ খবর নিয়ে দেখছি।’

সারাবাংলা/এনজে

খাদ্যসামগ্রী ত্রাণ পুরনো

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর