Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪

এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ কর্মসূচির মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্র্বতী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’। কর্মসূচি বাস্তবায়নে তিস্তা পাড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এরইমধ্যে হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন কর্মসূচিস্থলে। সেখানে সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা, রাত যাপন এবং খাবার তৈরি ও পরিবেশনের জন্য আলাদা তিনটি প্যান্ডেল তৈরি করা হয়েছে।

এই আন্দোলন জনদাবিতে পরিণত হওয়ায় এতে তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন রয়েছে।

‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু গণমাধ্যমকে বলেন, ‘‘তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোনো ব্যক্তি, গোষ্ঠি বা রাজনৈতিক দলের নয়। এটি রংপুর বাসীর আন্দোলন। এই আন্দোলন জনদাবিতে পরিণত হওয়ায় এতে তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন রয়েছে। আশা করছি কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হবে।’’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঁচ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

কর্মসূচিতে সংহতি জানাতে ঢাকা থেকে বিএনপির স্হায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি পাঁচ জেলার ১১টি পয়েন্টে উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

কর্মসূচি জাগো বাহে তিস্তা বাঁচাও

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর