রাঙ্গামাটিতে পুড়ল পাহাড়ি কৃষকের ঘর, আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৯
রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে মন্টু চাকমা নামের এক কৃষকের বসতঘর পুড়ে গিয়েছে। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বসতঘরে আগুন দেখতে পান পরিবারের লোকজন। এ সময় মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে, সকাল থেকেই মন্টু চাকমার ঘর ‘পরিকল্পিতভাবে’ পুড়িয়ে দেওয়া হয়; এমন অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে অনেকেই বিভিন্ন ধরণের পোস্ট করতে থাকেন ফেসবুকে। যদিও ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তারা ঘটনার তদন্ত চলমান রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে, মন্টু চাকমার জন্য ইতোমধ্যে বাঁশ, কাঠের বসতঘর তৈরির কাজ শুরু হয়েছে।
আগুনের ঘটনা প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষক মন্টু চাকমার ভাই রেন্টু চাকমা বলেন, ‘আমি ঘটনাস্থলে এসে দেখি, আমার ভাই কিছুই বাঁচাতে পারেনি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখনো জানি না কীভাবে আগুন লেগেছে।’
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ক্ষতিগ্রস্ত কৃষক মন্টু চাকমার ঘরে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে।’
ইউএনও আরও বলেন, ‘পুড়ে যাওয়া ভুক্তভোগীর জন্য বাঁশের ঘর তৈরির কাজ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ ও নানিয়ারচর জোনসহ স্থানীয় নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করছেন।’
সারাবাংলা/এমপি