Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগকে বাংলার মানুষ ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না: মামুনুল হক

ইবি করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সারাবাংলা

ইবি: বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত ১৬ বছরের নির্মম নির্যাতন, নিষ্পেষণের শিকার সকল মানুষ। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলাম। শত শত নিরপরাধ মানুষ গুমের শিকার হয়েছে। আমরা সেই গুমের রাজ্যে আর ফিরে যেতে চাই না। বাংলার সকল মানুষ ক্ষমা করলেও আল্লাহ আওয়ামী লীগকে ক্ষমা করবেন না।

সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা আয়োজিত ‘জুলাই পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

উপস্থিত ছাত্র-জনতা। ছবি: সারাবাংলা

মামুনুল হক বলেন ‘আজ স্বল্প মাত্রায় হলেও সমাজে যে বৈষম্য দূরীভূত হয়েছে তা জুলাই বিপ্লবের ফসল। দীর্ঘ ১৬ বছরে যে বৈষম্য অন্যায় অবিচার সংগঠিত হয়েছে, তার অবসান ঘটেছে এই বিপ্লবের মধ্যে দিয়ে।’

তিনি বলেন ‘পরবর্তী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যার সংবিধান হলে আল কোরআান। কারণ আমরা দেখেছি, রাজপথে ছাত্ররা রক্ত দিয়েছে, সেখানেই আবার তারা নামাজের সময় হলে নামাজে দাঁড়িয়ে গেছে। এগুলোই ছিলো জুলাই বিপ্লবের চেতনা আর স্পিরিট।’ এ সময় জাতি ধর্ম বর্ণ সকলের অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দীনসহ ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাছদল, ছাত্রশিবির, ছাত্র আন্দোলন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আওয়ামী লীগ মওলানা মামুনুল হক

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর