Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে পুলিশ: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭

মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, আওয়ামী লীগের হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত আওয়ামী লীগ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হরতাল ঘোষণা দিয়েছে, এ বিষয়ে ডিএমপির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় বা আতঙ্ক নাই। কেউ ফেসবুকে কিছু ঘোষণা দিলে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।’

মোহাম্মদপুরসহ রাজধানীর ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় সেখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক অফিসার মোতায়েন করা হয়। এখন মোহাম্মদপুরসহ রাজধানীজুড়ে ছিনতাই কমে এসেছে। এটা আরও কমে আসবে।

অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সাজ্জাদ আলী বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে আমরা একা অপারেশন করি না। সব বাহিনীর লোকজনকে সঙ্গে নিয়ে এই অপারেশনটা করা হচ্ছে।’

উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধনের সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, এই অফিসে আমি দুই বছর দায়িত্ব পালন করেছি। তাই এখানে আমার স্মৃতি জড়িত আছে।

সারাবাংলা/এমএইচ/ইআ

ডিএমপি কমিশনার মো. সাজ্জাদ আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর