Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্পর্ক ভালো গড়তে ভারতকে তিস্তায় পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮

এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে ভারতকে তিস্তায় পানি দেওয়া ও সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে ভারতকে অবশ্যই তিস্তায় পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কখনোই সম্ভব নয়। বন্ধুত্ব হবে সমানে সমানে। একদিকে আপনারা তিস্তার পানি দিবেন না, সীমান্ত হত্যা বন্ধ করবেন না। কিন্তু বাংলাদেশের সঙ্গে আপনারা সম্পর্ক ভালো করবেন, এটা কখনোই সম্ভব নয়।’

তিস্তা নিয়ে আন্দোলন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ব জনমত গঠনে এই কর্মসূচি অনেক বড় ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তিস্তা নদীসহ ৫৪টি অভিন্ন নদীর ক্ষতি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কখনোই তিস্তার চলমান সমস্যার নিয়ে ভারতের সঙ্গে কাজ করেনি।’

মির্জা ফখরুল বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, এই সংগ্রাম চলবে। বেঁচে থাকার জন্য এই আন্দোলন প্রয়োজন। লড়াই না করে কোনো কিছু পাওয়া যায় না। আমরা লড়াই করেছি বলেই একটা স্বৈরাচার সরকারকে পতন করতে পেরেছি।’

তিস্তার বিষয়টি অতিগুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ অবস্থানে থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিস্তার সমস্যা দূরীকরণে দ্রুত কাজ করুন।’

বিজ্ঞাপন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে কাউনিয়াসহ তিস্তা বিস্তৃত রংপুর অঞ্চলের ১১টি পয়েন্টে একযোগে ৪৮ ঘণ্টার এ কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

সারাবাংলা/এইচআই

জাগো বাহে তিস্তা বাঁচাই বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর