Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯

গ্রেফতার। প্রতীকী ছবি

খুলনা: খুলনার দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন, একই এলাকার আহাদ মোল্যা (১৯), মো. আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ (১৯) ও মো. হাসিব শেখ (২৪)।

জানাগেছে, প্রতিদিনের ন্যায় গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দিঘলিয়া থানার হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অপহরণকারীরা শিশুটিকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরে অপহরণকারিরা শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপহরণের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদ মোল্লার ছেলে আহাদ মোল্লাকে তাৎক্ষনিক দিঘলিয়া থানা-পুলিশ আটক করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী চারজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের অপহরণ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। একইসঙ্গে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমপি

অপহরণ গ্রেফতার শিশু

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর