Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে দুই ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়াল স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়াল স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে দুইটি ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে ঔষধ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। অভিযানে দিনাজপুর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি ফার্মেসির দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, স্যাম্পল ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিস্ট না থাকায় প্রিয়া ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও আর্দশ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আমিনুল ইসলাম।

সারাবাংলা/এনজে

ওষুধ জরিমানা ফার্মেসি হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর