অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৯ জন
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২
ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ৯৭৪ জনকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ৯৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, চারটি ছোরা, একটি ধারালো চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস ও একটি খেলনা পিস্তল।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু করেছে সরকার।
সারাবাংলা/এমএইচ/আরএস