Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শিশু ধর্ষণের ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিজাম উদ্দিন নামে একজনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব শূন্যচর গ্রামের হরিণ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

আটক নিজাম উদ্দিন (৪০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যচর গ্রামের আবুল কালাম নয়নের ছেলে।

ভুক্তভোগীর মা জানায়, তারা চট্টগ্রামের মিরসরাইয়ে থাকেন। ভোটার তালিকা হালনাগাদ করার কাজে কয়েক দিন আগে বাবার বাড়িতে আসেন। ঘটনার দিন বেলা ১১টায় এনজিওর কিস্তির জন্য অফিসার এলে প্রতিবেশী নিজাম উদ্দিন তার কিস্তি দিতে এ বাড়িতে আসেন। যাওয়ার সময় খাটের ওপর বসে থাকা ছোট শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। এ সময় তিনি ঘরের ভেতর ছিলেন।

তিনি আরও জানান, কিছু সময় পর মেয়েকে না দেখে খুঁজতে গিয়ে জানতে পারেন নিজাম উদ্দিন তার মেয়েকে বাড়ি থেকে অনেকটা দূরে নির্জন খোলা বিলের দিকে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না দেখে দুই দিন পর হাতিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে জেলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইউসুফ সোহাগ জানান, আমাদের সিনিয়র স্টাফ নার্স দিয়ে প্রাথমিক চেকআপ করা হয়। এতে শিশুটির যৌন পথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য নোয়াখালী ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে

আটক নোয়াখালী শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

হাসিনার পতনে কৃতিত্ব সকলের: ফখরুল
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১

বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর