চাকসু সংবিধানে আসছে পরিবর্তন, নীতিমালা ১০ দিনের মধ্যে
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংবিধান যুগোপযোগী করা নিয়ে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা হয়েছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন মতামত সমন্বয় করে ১০ দিনের মধ্যে একটি নীতিমালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘চাকসু সংবিধান রিভিউ কমিটি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। চাকসুর গঠনতন্ত্র সংস্কার, নতুন পদ তৈরি, পদগুলোতে ক্ষমতা এবং কাজের ভারসাম্য বজায় রাখা এবং প্রতিবছর নির্বাচনের জন্য সুস্পষ্ট তারিখ নির্ধারণ করা ছিল উল্লেখযোগ্য। এ ছাড়া, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারী শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়াসহ জ্ঞান, বিজ্ঞান এবং মুক্তবুদ্ধি চর্চার বিষয়কে সংযুক্ত করার প্রস্তাব দেন অংশীজনরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আলাউদ্দিন মজুমদার এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, রিভিউ কমিটির সদস্যরা রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীদের মতামত শোনেন।
সভা শেষে চাকুস সংবিধান রিভিউ কমিটির প্রধান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে অনেক চমৎকার মতামত পেয়েছি। তিনদিনের মধ্যে শিক্ষার্থীরা কমিটিকে লিখিত প্রস্তাবনা দেবেন। এর পর শিক্ষার্থীদের মতামতগুলোকে সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে একটি নীতিমালা তৈরি করা হবে। সেই নীতিমালা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমরা ফের বসব।’
সারাবাংলা/এমআর/পিটিএম