সাতক্ষীরা সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কলারোয়ার রাজপুর নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ভারতের নদীয়া জেলার নওয়াপাড়া ডৌলা গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) ও ভারতের কল্যানী জেলার মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির নায়েব সুবেদার মো. কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর নামক স্থানে দুইজনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/এইচআই